খোলা বাজার২৪, রোববার, ৩১ জুলাই ২০১৬: অর্থনীতির উন্নয়নে ভুট্টা ও দুগ্ধ প্রক্রিয়াজাতকরণে অর্থায়নের পরামর্শ দিয়েছেন সাবেক গভর্নর ফরাস উদ্দিন।
শনিবার আনসার-ভিডিপি ব্যাংকের স্বয়ংক্রিয় পদ্ধতিতে লেনদেন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের তিনি এ পরামর্শ দেন। দেশীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিটির প্রযুক্তিগত সহায়তায় এটি তৈরি করা হয়।
রাজধানীর সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুয়েটের অধ্যাপক কায়কোবাদ, বেসিস সভাপতি মোস্তাফা জব্বার ও ব্যাংকটির চেয়ারম্যান মিজানুর রহমান খান।
ফরাস উদ্দিন বলেন, “ইদানিং বিশেষ করে উত্তরবঙ্গের লালমনিরহাট, গাইবান্ধাসহ যেসমস্ত জায়গার মাটির গুণাগুণ এতো ভালো নয় সেসব জায়গায় ভুট্টা হচ্ছে। ভুট্টা দিয়ে পোল্ট্রিফিড তৈরি করা হয়। যেটা বেশি গুরুত্বপূর্ণ সেখান থেকে কর্ন অয়েল তৈরি করা হয়। পৃথিবীতে কর্ন অয়েল সর্বশ্রেষ্ঠ ভোজ্য তেলের একটি। কাজেই এদিকে এ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করছি।”
তিনি বলেন, “বাংলাদেশের ইতিমধ্যে সফলতার মধ্যে একটি দুগ্ধ উৎপাদন। দুঃখজনক হলেও সত্য এখন গ্রামে এতো দুগ্ধ উৎপাদন হচ্ছে, কিন্তু তা বিক্রি করতে পারছে না; বাজারজাত করতে পারছে না। একে প্রক্রিয়াজাত করা ছাড়া অর্থনৈতিক মুক্তি সম্পূর্ণ হবে না। কাজেই একে প্রক্রিয়াজাতকরণ করতে হবে।”
এসময় ফরাস উদ্দিন গুঁড়ো দুধ আমদানির ওপর শুল্ক বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।
অধ্যাপক কায়কোবাদ বলেন, “দেশীয় সফটওয়্যার যেখানে বেশিরভাগই বিদেশে রপ্তানি করা হয়। সেখানে দেশীয় প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে বেশি দামে সফটওয়্যার আমদানি করছে।”
তিনি বলেন, “দেশের কম্পিউটার বিজ্ঞানীরা আন্তর্জাতিক মানের সফটওয়্যার তৈরি করছে। তাদের উপর আস্থা রাখুন।”
মোস্তফা জব্বার বলেন, “দেশের মেধা দিয়েই ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে। বাংলাদেশ ১৮০টি দেশে সফটওয়্যার রপ্তানি করে। কিন্তু বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান ২ কোটি টাকার সফটওয়্যার ২০০ কোটি টাকা দিয়ে আমদানি করছে।”
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “আজ থেকে ব্যাংকটিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে লেনদেন হবে।”
গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখাই এ ব্যাংকটির প্রধান উদ্দেশ্য বলে জানান তিনি।