Sat. Aug 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17খোলা বাজার২৪, রোববার, ৩১ জুলাই ২০১৬: আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও ইউরেনাস। ৩১ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর ইউরেনাসের প্রভাব স্পষ্ট।
আপনার শুভ সংখ্যা : ৪,১৩,২২,৩১।
আপনার শুভ বর্ণ : কমলা ও গোলাপী।
শুভ গ্রহ ও বার : রবি ও ইউরেনাস।
শুভ রত্ন : রুবী ও গার্ণেট।
চন্দ্রাবস্থান : আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করবে। ১২শী তিথি সকাল : ৬:৫০ পর্যন্ত পরে ১৩শী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল) : প্রতিবেশীর সাথে একচোট বিবাদের সম্ভাবনা প্রবল। আজ গার্মেন্টস ব্যবসায় ভালো লাভ আশা করা যায়। লেখক ও রিপোর্টারদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। আজ নাটক নির্মাতারা ব্যস্ত সময় পার করবেন। আমদানি রাপ্তানী ব্যবসায় লাভ হবে। প্রযুক্তি সংক্রান্ত যোগাযোগ শুভ। ছোট ভাই-বোনের কাছে কোনো কারনে লজ্জিত হতে পারেন।
বৃষ রাশি ( ২১ এপ্রিল- ২০ মে) : আজ বকেয়া টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বাজার করতে গিয়ে আর্থিক সঙ্কটে পরতে পারেন। খুচরা বস্ত্র ব্যবসায় ভালো লাভ হতে পারে। আজ জীবন সাথীকে নিয়ে কিছু কেনাকাটা করতে পারেন। বাহিরে কোথাও খেতে যাবার সম্ভাবনা রয়েছে। জাতিকাদের অলঙ্কার ও প্রসাধন সামগ্রী ক্রয় শুভ। কিছু টাকা সঞ্চয় করতে পারবেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) : শনির দৃষ্টির কারনে কাজে কিছু বাধা বিপত্তি অব্যাহত থাকবে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। বাতের পিড়ায় কষ্ট পেতে পারেন। রাজনৈতিক নেতাদের সময় অনুকূল বলা যায়। প্রভাবশালী নেতার সাথে দলিয় কাজে অংশ নেবেন। আজ আপনার প্রভাব বৃদ্ধি পাবে।
কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই) : বিদেশ গমনের সুযোগ পেয়ে যাবেন। ভিসা ও আর্থিক সংকটের অবসান হবে। পারিবারিক কাজ কর্মে ব্যয় বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। আজ ট্রাভেল এজেন্ট ও ট্যুরিজম ব্যবসা শুভ। বৈদেশীক কাজে ভালো লাভ হবার সুযোগ রয়েছে। দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। পাওনা টাকা আদায়ের প্রচেষ্টা জোরদার করুন।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট) : বড় ভাই বা বন্ধুর সাহায্য নিতে পারেন। বকেয়া টাকা আদায়ের জন্য তাগাদা দিন। ঠিকাদারী ব্যবসায় কোনো প্রকার ঝামেলা দেখা দেওয়ায় মানসিক শান্তি বিনষ্ট হতে পারে। বড় ভাইয়ের কোনো অনুষ্ঠান আয়োজনে ব্যস্ত থাকবেন। ব্যবসায় কোনো অনাদায়ী পাওনা আদায় হতে পারে। আজ প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য পাাবার সম্ভাবনা প্রবল।
কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর) : পেশাজীবিরা হটাৎ কোনো কাজে ব্যস্ত থাকবেন। নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় নতুন বিনিয়োগের কথাবার্তা চলতে পারে। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। আজ বহুদিনের আটকে থাকা কোনো কাজের সুরহা করতে পারবেন। অর্থনৈতিক অবস্থার কিছু পরিবর্তন হবে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর) : আজ উচ্চশিক্ষা সংক্রান্ত কাজে বিদেশ যাবার সম্ভাবনা প্রবল। বৈদেশীক কাজে সাফল্য আশা করা যায়। ভাগ্য উন্নতিতে প্রভাবশালী কারো সাহায্য পেয়ে যাবেন। আপনার ধর্মীয় ও আধ্যাত্মীক যোগাযোগ শুভ। উচ্চ শিক্ষায় সাফল্য পাবেন। কোনো পরীক্ষার জন্য গ্রামের বাড়ী যেতে পারবেন না।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর ) : আপনার ঋণ সংক্রান্ত বিষয়ে কোনো ঝামেলা দেখা দিতে পারে। বীমা বিক্রয় কর্মীরা আশানুরুপ কাজ করতে পারবেন না। উইলকৃত সম্পত্তি থেকে কিছু অর্থ লাভের যোগ বলবান। কারো অসুস্থতার কারনে কাজের গতি কমে আসবে। অনাকাঙ্খিত পরিস্থিতির মোকাবেলা করতে হবে। পুলিশি হয়রানি থেকে সাবধান থাকুন।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) : কর্মস্থল পরিবর্তনের সুযোগ আসতে পারে। নতুন কাজে জড়াতে পারেন। কোনো প্রতিযোগীতামূলক কাজে সফলতার সাথে উত্তির্ণ হওয়াতে সকলের বিশেষ নজরে আসতে পারেন। বিক্রয় প্রতিণিধীরা ভালো আয় করতে পারবেন। যাত্রা পথে সতর্ক থাকুন।
মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারী ) : আজ শরীরস্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। কারো সাথে অকারনে বিবাদ হবার আশঙ্কা প্রবল। রক্তচাপের রুগীরা আজ কষ্ট পেতে পারেন। কর্মচারী ও কাজের লোকেদের কারনে ব্যবসায় ক্ষতি হতে পারে। আজ কারো অসহযোগীতা আপনাকে কষ্ট দেবে। কোনো বন্ধুর সহায়তা পাবেন। আপনার অনৈতিক সম্পর্কের কারনে মানসিক যন্ত্রনায় ভুগবেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী – ১৮ ফেব্রুয়ারী) : আজ প্রেমিক প্রেমিকার সাথে মিথ্যার আশ্রয় না নেওয়াই ভালো। প্রেমে অনেক ঝামেলা দেখা দিতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির কারনে আপনাদের মধ্যে সম্পর্কের অবনতি হবার আশঙ্কা প্রবল। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত হয়ে পড়বেন। আজ দূর্ণাম রটার আশঙ্কা প্রবল। কোনো প্রকার আইনগত জটিলতায় পড়তে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ) : বাড়িতে কোনো প্রকার ঝামেলা দেখা দেবে। যৌথ পরিবারে ছোট খাটো বিষয় নিয়ে বিরোধ হবার আশঙ্কা। আপনার প্রত্যাশা অনুযায়ী কাজে অগ্রগতি হবে না। মানসিক শান্তি বিনষ্ট হতে পারে। মায়ের একচোখা নীতির কারনে ভাই-বোনের সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। গৃহ ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে ভালো ফল আশা করা যায়। যানবাহন লাভের যোগ বলবান।

অন্যরকম