Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19খোলা বাজার২৪, রোববার, ৩১ জুলাই ২০১৬: হোসেন, দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ ও গাছের চারা রোপণ অনুষ্ঠিত। গতকাল রবিবার সকাল ১০টায় ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে পোনা মাছ পুকুরে অবমুক্ত করেন ও গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কণেল মোঃ কোরবান আলী। পরিশেষে মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে মোনাজাত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কোরবান আলী। মৎস্য পোনা অবমুক্তকরণ ও গাছের চারা রোপণ অনুষ্ঠানের আয়োজক ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক অপস্ অফিসার এ কে এম হাসিবুল হোসেন নবী, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আফজাল হোসেন, দৈনিক প্রথম আলো বিরামপুর প্রতিনিধি এস এম আলমগীল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ২৯ বিজিবি সদর দপ্তরের পদস্থ কর্মকর্তা ও সৈনিকগণ।