খোলা বাজার২৪, রোববার, ৩১ জুলাই ২০১৬: আহমেদ মনির, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে রবিবার সকালে ১১ টি গ্রামের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান সামস উদ্দিন সামস এই ত্রান বিতরন করেন।
জানা যায়, পোগলদিঘা ইউনিয়নের প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। এসব এলাকায় খাবারের অভাব দেখা দিয়েছে। বীজতলাসহ বিভিন্ন সবজির ক্ষেত বন্যার পানিতে ডুবে গেছে। পানিতে ভেসে গেছে বিভিন্ন পুকুরের মাছ। পোগলদিঘা ইউনিয়নে রবিবার সকালে গোবিন্দপটল, গাছ বয়ড়া, টাকুরিয়া, উত্তর মালিপাড়া, বিন্নাফৈর, দামোদরপুর, মানিকপটল ও দক্ষিন মালিপাড়া, ব্রাম্মনজানি সহ ১১ টি গ্রামের প্রায় ১৫০০শ বন্যা কবলিত মানুষের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাউল বিতরন করা হয়।
পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান সামস উদ্দিন সামস বলেন, উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে আমার ইউনিয়ন সবচেয়ে বড়। আর আমার ইউনিয়নেই সব চেয়ে বেশি মানুষ পানিবন্দী। সরকারী ত্রাণ হিসেবে আমার ইউনিয়নে মাত্র ১৫ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। যা চাহিদার তুলনায় খুবই কম।