Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪, রোববার, ৩১ জুলাই ২০১৬ আলী, নওগাঁ : এই ৮০ বছর বয়সে ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে ছুটছি আর ছুটছি। আর কত বয়স হলে এই ভিক্ষের ঝুলি কাঁধ থেকে নামবে। শরীল,মন সবই যেন নুয়ে পড়েছে। খুধার আকুতি স্বরে দরজায় এস বলল, বাবা আমাকে এক মুঠ ভাত খেতে দাও গো। আমি দরজায় এস দেখি নূয়ে পড়া এক প্রবীণ। বললাম বসো বাবা। ওই দিন গোস্ত ভাতের আয়োজন ছিল। গিন্নিকে বললাম তুমি এই প্রবীণকে গোস্ত ভাত খাওয়াবে। বৃদ্ধার খাওয়ার ফাঁকে ফাঁকে বললাম বাবা তোমার বাড়ীতে আর কে আছে। বৃদ্ধা হাউ-মাউ করে কেন্দ্রে বলল, ১ছেলে ভিন্ন ভাবে বসবাস করে। ৩মেয়েকে বিয়ে দিয়ে পরের বাড়ীতে পাঠিয়ে দিয়েছি। এখন তার স্ত্রী মোমেনাকে নিয়ে কোন রকমে খেয়ে না খেয়ে বেঁচে আছি মাত্র। কথাগুলো শেষ না হতেই চোখ মুচতে লাগলেন বৃদ্ধা। এই প্রবীণ মানুষটি আর কেউ নয় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চান্দাস ইউনিয়নের হরিপুর বাগডোপ গ্রামের মৃত আব্বাস স্বনারের ছেলে তালেব আলী স্বণার। এব্যাপারে প্রবীণদের নিয়ে গবেষক, বিশিষ্ট সাংবাদিক মো. আককাস আলী জানান, হাতের কাছে বড় ধন পেয়েও ধরে রাখতে পারলো হতভাগা ছেলে মেয়েরা। বাবা-মা যে পৃথিবীর সকল সম্পদের চেয়ে বড় সম্পদ সে সম্পদ তারা চিনিলনা।