Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25খোলা বাজার২৪, রোববার, ৩১ জুলাই ২০১৬ সুযোগ্য পুলিশ সুপার গণমানুষের প্রিয়জন মো.মোজাম্মেল হক বিপিএম,পিপিএম বলেছেন, সন্ত্রাস,উগ্রবাদ ও জঙ্গিবাদ নিরসনে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। বাবা-মাকে ছেলে মেয়েদের প্রতি ভালবাসার বন্ধন খুলে দিতে হবে এবং ছেলে-মেয়েদের সুনজর রাখতে হবে। শত ব্যবস্থার মধ্যে ছেলে-মেয়েদের খোজখবর রাখতে হবে এবং বাবা-মাকে অব্যশই ছেলে-মেয়েদের সাথে বন্ধত্ব গড়ে তুলতে হবে। আর এই বন্ধনে ছেলে-মেয়েদের গড়ে তুললে সমাজে সন্ত্রাস,উগ্রবাদ ও জঙ্গিবাদের জন্ম হতে পারে না। তিনি বলেন, সন্ত্রাস,উগ্রবাদ ও জঙ্গিবাদ নিরসনে সমাজের গুরুজনদের অব্যশই সজাগ থাকতে হবে। মনে রাখবেন, ইসলাম কখনও সন্ত্রাস,উগ্রবাদ ও জঙ্গিবাদের জন্ম দেয় না। তিনি সন্ত্রাস,উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে সমাজের সকল স্তরের পেশা-জীবিদের মত বিনিময় অবহৃত রেখেছেন। গতকাল রোববার বিকালে তাঁর অফিস কক্ষে ভালবাসার টানে ছুটে যান নওগাঁ জেলার বিখ্যাত বৃক্ষ প্রেমিক,গেছো মামা নামে খ্যাত সাদা মানুনের মানুষ, বঙ্গবন্ধু কৃষি পদকে ভূষিত বীরমুক্তিযোদ্ধা সামসুদ্দীন মন্ডল, জাতীয় কবিতা পরিষদের সভাপতি, প্রবীণদের নিয়ে গবেষক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি মো.আককাস আলী, তরুণ সমাজ সেবক, কৃষক বন্ধু, চান্দাস ইউনিয়ন পরিষদের নবাগত চেয়ারম্যান মাহমুদান নবী রিপন। এসময় নওগাঁ জেলার অসহায় মানুষের দেবতা,গণমানুষের প্রিয়জন এসপি কবি মো.মোজাম্মেল হক বিপিএম,পিপিএম তাঁর আসন থেকে দাড়িয়ে তাদেরকে নিয়ে কুশুল বিনিময় এবং ফটো সেসনে। বৃক্ষ প্রেমিক সামসুদ্দীন মন্ডল জানান, এমন ভাল মানুষ হয়তবা নওগাঁর মানুষেরা আর পাবেন না। কবি আককাস আলী জানান, যে মানুষ অপরের দূ:খ-কৃষ্টে হাহাকার করে সেই প্রকৃত মানুষ। নওগাঁ জেলার অনেক দরিদ্র প্রবীণদের দু:খে তিনি পাশে দাড়িঁয়েছেন এবং যেসব ছেলেরা বাবা-মাকে দেখা-শুনা করেন না ওইসব হতভাগা ছেলেদের তিনি শাসন করে বাবা-মায়ের তদারকী নেয়ার জন্য ব্যবস্থা নিয়েছে। কৃষক বন্ধু নবাগত চেয়ারম্যান রিপন জানান, এসপি স্যার সুদক্ষ ও জ্ঞানী মানুষ।