খোলা বাজার২৪, রোববার, ৩১ জুলাই ২০১৬ ঠাকুরগাঁও : রংপুর রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টর নিয়ে ঠাকুরগাঁওয়ে তিন দিন ব্যাপি রংপুর রিজিয়ন আন্তঃ সেক্টর ভারোত্তোলন প্রতিযোগিতা-২০১৬ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৯টায় ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভারোত্তোলন প্রতিযোগিতার উদ্বোধন করেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল দেওয়ান মো. লিয়াকত আলী। এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল তুষার বিন ইউনুস, ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল জিএম সারওয়ার, অধিনায়ক লে: কর্ণেল ফয়েজুল ইসলাম সহ বিজিবির সদস্যরা।
ভারোত্তোলন প্রতিযোগিতায় রংপুর রিজিয়নের আওতাধীন রাজশাহী, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সেক্টর অংশ নেয়। উদ্বোধন শেষে জাতীয় বৃক্ষরোপন, মৎস পোনা অবমুক্ত করা হয়।