Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, রোববার, ৩১ জুলাই ২০১৬: মেসি-রোনালদোদের মতো সেরা খেলোয়াড়ের সারিতে সেভাবে বিবেচনা করা হয় না জ্লাতান ইব্রাহিমোভিচের নাম। তবে তিনি যে সবার চেয়ে আলাদা, সেটা প্রায়ই স্মরণ করিয়ে দেন সুইডিশ এই ফরোয়ার্ড। শুধু কথা দিয়েই নয়, মাঠে অসাধারণ নৈপুণ্য দেখিয়েও নজর কাড়েন ইব্রা। ঠিক যেমনটি করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে প্রথম ম্যাচে। ম্যানইউর অভিষেক ম্যাচেই দর্শনীয় এক গোল করে আলো ছড়িয়েছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

শনিবার সুইডেনের গোথেনবার্গ শহরে তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইয়ের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইব্রাহিমোভিচ প্রথমবারের মতো রেড ডেভিলদের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন নিজ দেশের মাটিতেই। এবারের মৌসুমে ম্যানইউ সমর্থকরা যে তাঁকে ঘিরে নতুনভাবে শিরোপা জয়ের স্বপ্ন দেখার সুযোগ পাবে, সেটা প্রমাণ করতেও খুব বেশি সময় নেননি ইব্রা। ৪ মিনিটের মাথায় করেছেন দর্শনীয় এক গোল। আন্তোনিও ভ্যালেন্সিয়ার ক্রস থেকে দুর্দান্ত এক কিক করে বল জড়িয়ে দিয়েছেন গ্যালাতাসারাইয়ের জালে। ম্যাচটিও ম্যানইউ জিতে নিয়েছে ৫-২ গোলের বড় ব্যবধানে। জোড়া গোল করেছেন ওয়েইন রুনি।
২০১২-১৩ মৌসুমে কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর আর একবারও ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিততে পারেনি ম্যানইউ। হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সফল কোচ হোসে মরিনিয়োকে। ৯ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে ইব্রাহিমোভিচের হাতে। অভিষেক ম্যাচেই দুর্দান্ত গোল করে ম্যানইউর সমর্থকদের মনেও নতুন করে আশা জাগিয়েছেন ইব্রা। সমর্থকদের প্রত্যাশা পূরণের সর্বোচ্চ চেষ্টা করবেন বলেই জানিয়েছেন সুইডিশ এই ফরোয়ার্ড, ‘আমার সাধ্যমতো চেষ্টা করব দলকে সাহায্য করার। আমি যেটা সবচেয়ে ভালো পারি, গোল করা আর গোলের সুযোগ তৈরি করা—সেটাই করে যাওয়ার চেষ্টা করব।’
১৭ বছরের ফুটবল ক্যারিয়ারে ইব্রাহিমোভিচ খেলেছেন অ্যাজাক্স, বার্সেলোনা, এসি মিলান, ইন্টার মিলান, প্যারিস সেইন্ট জার্মেইনের মতো ইউরোপের সেরা দলগুলোতে। যেখানেই গেছেন সেখানেই পেয়েছেন শিরোপা জয়ের স্বাদ। প্রথমবারের মতো ইংল্যান্ডের কোনো ক্লাবে খেলতে এসেও সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।