খোলা বাজার২৪, রোববার, ৩১ জুলাই ২০১৬: ২০১৪ সালের ১৮ই জুন আন্তর্জাতিকসহ সব ধরনের ক্রিকেটে ৮ বছরের জন্য নিষিদ্ধ ঘোষিত হন মোহাম্মদ আশরাফুল। এর আগে ২০১৩ সালের ১৩ই আগস্ট থেকেই তিনি ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেটের বাইরে ছিলেন। জাতীয় দলের এই মেধাবী ক্রিকেটার বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ফিক্সিংয়ের দায়ে এই শাস্তি পান। এরপর তার শাস্তির মেয়াদ কমানো হয় ৩ বছর।
সেই হিসেবে আগামী ১৩ই আগস্ট তার শাস্তি ফুরানোর কথা। তবে জানা গেল তিনি এখন শুধু খেলতে পারবেন ঘরোয়া ক্রিকেট লীগ। আন্তর্জাতিক ক্রিকেটেতো নয়ই, বিপিএল, আইপিএলের মতো ঘরোয়া টি-টোয়েন্টি লীগেও খেলতে পারবেন না আশরাফুল। কারণ আরো ৩ বছর শাস্তি পোহাতে হবে তাকে। তবে এই বিষয়ে পরিষ্কার কিছু বলতে পারলেন না বিসিবির পরিচালক জালাল ইউনুস ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দিন চৌধুরী সুজন। বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা আইসিসির কাছে একটি চিঠি পাঠাবো, এরপর তার শাস্তির বিষয়টা আরো পরিষ্কার হবে। এরপরই বলতে পারবো।’
অন্যদিকে সিইও নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘আশরাফুলের শাস্তির কয়েকটা ধাপ আছে, কিছু টার্মস এন্ড কন্ডিশনও আছে। সেই হিসেবে প্রথমেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন না। তাকে প্রথমে ঘরোয়া লীগেই খেলতে হবে। তার শাস্তি শেষ হবে ১৩ই আগস্ট।’ তবে বিপিএলের মতো ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন না আশরাফুল। এই বিষয়ে নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘বিপিএলের কিছু নিয়ম আছে। যে কারণে তিনি এখানেও খেলতে পারবেন না এখনই। শাস্তির মেয়াদ পুরাপুরি শেষ হলেই তিনি সব ফরমেটে সব ধরনের ক্রিকেটে খেলতে পারবেন।