খোলা বাজার২৪, সোমবার, ১ আগস্ট ২০১৬: কাউন্টিতে মাত্র দুই ম্যাচ খেলতে পেরেছেন মোস্তাফিজুর রহমান। এরপর কাঁধের ইনজুরি কারণে আর মাঠে নামতে পারেননি। সাসেক্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই ২৩ রানে ৪ উইকেট নেন বাংলাদেশর এ পেসার। কিন্তু দ্বিতীয় ম্যাচে ৩১ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। মাত্র দুই ম্যাচ খেললেও সাসেক্সের সমর্থকরা মোস্তাফিজে পাগল।
বাংলাদেশি এ পেসারের প্রশংসায় পঞ্চমুখ তারা। সাসেক্সের সামাজিক যোগাযোগমাধ্যমের সাইটগুলোতে নজর রাখলে সেটা ভালমতোই টের পাওয়া যায়।
মোস্তাফিজের প্রশংসা অবশ্য এই প্রথম নয়। তবে এবার তার প্রশংসা উচ্চ পর্যায়ে নিয়ে গেলেন সাসেক্সের প্রধান নির্বাহি জ্যাক টোমেজ। তিনি মনে করেন, মোস্তাফিজ ইতিমধ্যেই শচীন টেন্ডুলকার, ক্রিস গেইল ও ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যামদের পর্যায়ে পৌঁছে গেছেন। মাত্র দেড় বছরের ক্রিকেট ক্যারিয়ারে এমন বড় স্বীকৃতি পাওয়া সাতক্ষীরার এ তরুণের জন্য অনেক বড় পাওয়া। সাসেক্সের প্রধান নির্বাহি জ্যাক টোমেজ বলেন, ‘মোস্তাফিজ এমন একজন মানুষ যে ডেভিড বেকহামের মত। সে শচীন টেন্ডুলকার ও ক্রিস গেইলদের মত। সে আসলেই তাদের পর্যায়ের একজন খেলোয়াড়। অবশ্যই সে একজন বাংলাদেশী, একজন সত্যিকারের সুপারস্টার। সে অসাধারণ।’ কাঁধের ইনজুরির কারণে খুব শিগগিরই ছুরির নিচে যেতে হবে মোস্তাফিজকে। তার এই অপারেশন কোথায় করা হবে তা এখনো নিশ্চিত নয়। ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া- যে কোনো এক জায়গায় তা অস্ত্রপচার হতে পারে। এতে তাকে ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে। বিষয়টি নিয়ে কিছু বলতে চাইনে না সাসেক্সের প্রধান নির্বাহি।
তিনি বলেন, ‘আমি তার শারীরিক বিষয় নিয়ে কোন মন্তব্য করব না। এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা তার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যের বিষয়। মোস্তাফিজকে নিয়ে বোর্ড কী সিদ্ধান্ত নিবে সেটা তাদের ব্যাপার।’ তিনি আরো বলেন, ‘আমরা মোস্তাফিজের চিকিৎসার জন্য আমরা কিছু করতে পারলে খুশি হবো। সে এখন আমাদের এখানে আছে। বিসিবি যদি আমাদেরকে কিছু করতে বলে আমরা তা অবশ্যই করব। বিসিবির লোকেরা দারুণ, তারা সত্যিই অসাধারণ।’ সাসেক্সের প্রধান নির্বাহির দাবি, তারা আইপিএলের আগ থেকেই মোস্তাফিজের প্রতিভা সম্পর্কে অবগত ছিলেন। বলেন, ‘আমাদের কোচেরা প্রথম তাকে চিহ্নিত করেন। যদি বলি, আমি তাকে খুঁজে বের করেছি তা মিথ্যা হবে। আমি পেশাদার ক্রিকেটার ছিলাম না। আমাদের কোচিং স্টাফরা অন্যান্য কোচের সহযোগিতায় এবং আইসিসির ওয়েবসাইটে মোস্তাফিজের পরিসংখ্যান দেখে তাকে খুঁজে বের করে। তারা বেশ কিছু বোলারকে পর্যবেক্ষণ করার পর আমাকে জানায় যে, এই ছেলেটা স্পেশাল। এতে আইপিএলের আগেই আমরা তাকে দলে সাইন করাই।’