খোলা বাজার২৪, সোমবার, ১ আগস্ট ২০১৬: ব্যবসায়িক ভ্রমণ কিন্তু স্ত্রী জানতে পারলেন অন্য নারীর সঙ্গে ছুটি কাটাতে যাবেন তিনি। স্বাভাবিকভাবেই তা মেনে নেননি স্ত্রী। কিন্তু স্বামীর ভ্রমণ ঠেকাতে এমন পদক্ষেপ নেবেন, তা বোধহয় আন্দাজ করতে পারেনি কেউই।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানায়, গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে ওই নারী ফোন করে জানান বিমানবন্দরে বোমা রাখা হয়েছে। বোমা থাকার খবর পাওয়ার পর আন্তর্জাতিক ওই বিমানবন্দরের চত্বর ফাঁকা করে দেওয়া হয়। ১৩ হাজার যাত্রীর অতিরিক্ত তল্লাশি নেওয়া হয়। বোমাতঙ্কের জেরে বেশ কয়েকটি বিমান দেরিতে ছাড়ে। এমনকি, ২০০ জন অতিরিক্ত নিরাপত্তাকর্মীও নিয়োগ করা হয়। শেষমেশ অবশ্য বোমা হামলার ঘটনা ঘটেনি।
অবশ্য এরই মধ্যে যেখান থেকে ফোনটি এসেছিল তা খুঁজে বের করে সুইজারল্যান্ড পুলিশ কর্তৃপক্ষ। জানা যায়, জেনেভা থেকে প্রায় এক ঘণ্টা দূরে অ্যানেসি শহর থেকে ফোন করা হয়েছিল। বাড়ির ঠিকানায় গিয়ে এক নারীকে পাওয়া যায়। নারীর স্বীকারোক্তিতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল শুক্রবার ওই নারীকে অ্যানেসির আদালতে তোলা হলে ছয় মাসের কারাদণ্ড দেন বিচারক। তার মধ্যে কমপক্ষে তাঁকে তিন মাস জেলে থাকতেই হবে।
আদালতে ওই নারীর আইনজীবী তিফেন ব্যারন জানান, ৪১ বছরের তাঁর মক্কেলের স্বামী অন্য নারীর সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছিলেন। সেই রাগেই স্বামীর যাত্রা ঠেকাতে বিমানবন্দরে ফোন করেন তিনি।
আইনজীবী আরো জানান, হতাশায় তাঁর মক্কেল বোমা হামলার হুমকি দিয়েছিলেন। কিন্তু তিনি বোঝেননি এত বড় ঝামেলা হবে। নিজের কাজের জন্য তিনি এখন অনুতপ্ত।