খোলা বাজার২৪, সোমবার, ১ আগস্ট ২০১৬: ,জঙ্গিবাদ ও নাশকতা বিরোধী তৎপরতা প্রতিরোধ এবং গনজাগরণ সৃষ্টির লক্ষ্যে সারা দেশের মত জঙ্গি বিরোধী সভা, সমাবেশ ও মানববন্ধনে উত্তাল রংপুর সহ ৮ উপজেলা। আজ সকালে নগরীর ৩১ নং ওয়ার্ডের মেকুড়া মাদ্রাসার সামনে বিক্ষোভ মিছিল মানববন্ধন করে মাদ্রাসার শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকরা।
দুপুরে রংপুরের সকল স্কুল কলেজ,মাদ্রাসা ও বেগম রোকেয় বিশ্ববিদ্যালয় নিজ নিজ প্রাঙ্গনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে। এছাড়া রংপুর চেম্বারে রাজনৈতিক নেতৃবৃন্দ,ব্যবসায়ি ও নাগরিক সমাজের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জন প্রশাসন মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি,স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি ও সংরক্ষিত মহিলা এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া এবং চেম্বার নেতৃবৃন্দ ও ব্যবসায়ি বৃন্দ। সভায় জঙ্গিবাদ রুখতে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। এছাড়া ৮ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি বিরোধী নানা কর্মসুচী পালন করা হয়।