Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪, সোমবার, ১ আগস্ট ২০১৬: , শেরপুর : শেরপুর-ঝিনাইগাতী সওজ’এর রাস্তায় বগাডুবি সরু ব্রিজটির এক পাশের রিলিং ভেঙ্গে যায় ও ব্রিজের মাঝ খানে ২টি জায়গায় ফাটল দেখা দেয়। এই ঝুঁকিপূর্ণ ভাঙ্গা ব্রিজের উপর দিয়ে প্রতিদিন শতশত গাড়ী জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। উক্ত বিধ্বস্ত ব্রিজের সংবাদ পত্র-পত্রিকার বারবার লেখার পর উর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকৃষ্ট হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলা যোগাযোগের একটি মাত্র রাস্তার বিজ্র বিধ্বস্ত হওয়ায় যোগাযোগ হুমকির মুখে পড়ে যায়। তারই প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে ব্রিজটি নির্মাণের ব্যবস্থা গ্রহণ করেন। তাই আজ শেরপুর-ঝিনাইগাতী সওজ’র সড়কের বিধ্বস্ত বগাডুবি বিজ্রটি নির্মাণ কাজে শুভ উদ্ভোধন করেন শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ.কে.এম ফজলুল হক চাঁন। ওই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শেরপুরের সওজ’র নির্বাহী প্রকৌশলী সুপ্তা চাকমা, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, ওসি মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তুফা, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ঝিনাইগাতী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, উপজেলা যুবলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আবু তাহেরসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রকাশ থাকে যে, শেরপুর ঝিনাইগাতী সওজ’র রাস্তাটি দু’লেনের হলেও উক্ত ব্রিজটি বিধ্বস্ত ছাড়াও, ব্রিজটি ছিল এক লেনের। যে কারণে যানবাহানের প্রায়ই সময়ই ব্রিজে বিভিন্ন সময় সড়ক দূর্ঘটনার ঘটনাও ঘটত। বর্তমান ব্রিজটি নির্মাণ কাজ শেষ হলে শেরপুর-ঝিনাইগাতী দু’লেনের উন্নিত হবে এবং যাতায়াত ব্যবস্থা আরও অনেকটা সহজ হবে। প্রকাশ থাকে যে, উদ্ধোধনকৃত বগাডুবি বিজ্রটি নির্মাণে ব্যয় হবে ৫ কোটি ২৫ লাখ টাকা।