Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39খোলা বাজার২৪, সোমবার, ১ আগস্ট ২০১৬: জেসিকা চাকমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি পার্বত্য জেলার ১০ উপজেলার ৮টি বাঘাইছড়ি, রাজস্থলী, জুরাছড়ি, লংগদু, নানিয়ারচর, কাউখালী, বরকল ও কাপ্তাইয়ের ৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নব নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে এসব ইউপি চেয়ারম্যানের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দীনসহ প্রশাসনিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসাররা। রোববার নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শপথ নিয়েছেন ওয়ার্ড কাউন্সিলররা।
উল্লেখ্য, ৪ জুন রাঙ্গামাটি পার্বত্য জেলার মোট ১০ উপজেলার ৪৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০ জুলাই রাঙ্গামাটি সদরের ৬ এবং বিলাইছড়ি উপজেলার ৩টি ইউপি চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে মামলা সংক্রান্ত জটিলতার কারণে স্থগিত থাকায় বরকলের ভূষণছড়া ইউপি চেয়ারম্যানের শপথগ্রহণ হয়নি বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন।
সোমবার যেসব ইউপি চেয়ারম্যান শপথ নেন তারা হলেন- বরকল উপজেলার বড়হরিণার লীলাময় চাকমা, আইমাছড়ার অমর কুমার চাকমা, বরকল সদরের কমলেন্দু বিকাশ চাকমা ও সুবলংয়ের তরুণ জ্যোতি চাকমা, নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যংয়ের সুশীল জীবন চাকমা সুপন, নানিয়ারচর সদরের জ্যোতিলাল চাকমা, বুড়িঘাটের প্রমোদ বিকাশ খীসা ও ঘিলাছড়ির অমল কান্তি চাকমা, বাঘাইছড়ি উপজেলার আমতলীর মো. রাসেল আহমেদ, রূপকারীর শ্যামল কান্তি চাকমা, মারিশ্যার মানব জ্যোতি চাকমা, সাজেকের ন্যানসন চাকমা, খেদারমারার সন্তোষ কুমার চাকমা, সারোয়াতলীর তুষার কান্তি চাকমা, বঙ্গলতলীর জ্ঞানজ্যোতি চাকমা ও বাঘাইছড়ি সদরের সুনীল বিহারী চাকমা, কাউখালী উপজেলার ফটিকছড়ির ধন কুমার চাকমা, বেতবুনিয়ার খুইসাবাই মারমা, ঘাগড়ার জগদীশ চাকমা ও কলমপতির ক্যজাই মারমা, কাপ্তাই উপজেলার চিৎমরমের কৈসা অং মারমা, কাপ্তাই সদরের প্রকৌশলী আবদুল লতিফ, ওয়া¹ার চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা ও রাইখালীর ছায়েমং মারমা, জুরাছড়ি উপজেলার বনযোগীছড়ার সন্তোষ বিকাশ চাকমা, জুরাছড়ি সদরের ক্যানন চাকমা, দুমদুম্যার শান্তিরাজ চাকমা ও মৈদংয়ের সাধনানন্দ চাকমা, লংগদু উপজেলার সদর ইউনিয়নের কুলিন মিত্র চাকমা, আটারকছড়ার মঙ্গল কান্তি চাকমা, মাইনিমুখের আবদুল বারেক সরকার, গুলশাখালীর আবু নাছির, বগাচতরের আবদুর রশীদ, ভাসান্যাদমের হজরত আলী ও কালাপাকুজ্যার মোস্তফা মিয়া এবং রাজস্থলী উপজেলার ঘিলাছড়ির সুশান্ত প্রসাদ তঞ্চঙ্গ্যা, গাইন্দ্যার উথান মারমা ও বাঙ্গালহালিয়ার নিউমং মারমা।