খোলা বাজার২৪, সোমবার, ১ আগস্ট ২০১৬: হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ইভটিজিংয়ের অপরাধে এক যুবকের তিন মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী ভূমি কমিশনার মুহা: রাশেদুল হক প্রধান এ রায় প্রদান করেন। জানা যায়, অভিযুক্ত মাসুদ রানা(২০) সদর উপজেলার রুহিয়া থানার অর্ন্তগত ঘনিমহেষপুরের বাসিন্দা মো: আবু কালাম এর ছেলে। মাসুদ রানা ঘনিবিষ্টুপুর এলাকার ৭ম শ্রেণির এক ছাত্রীকে স্কুল যাওয়ার পথে খারাপ ইঙ্গিত দিয়ে যা-তা বলে। বিষয়টি মেয়েটি তার ভাইদের জানালে মেয়ের ভাই ও স্থানীয়রা মাসুদকে সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমানের বাসায় আটক করে প্রশাসনকে বিষয়টি অবহিত করে। পরে ভ্রাম্যমান আদালতের কাছে মাসুদ তার দোষ স্বীকার করায় আদালতের বিচারক বাংলাদেশ দন্ডবিধির ৫০৯ ধারায় আসামীকে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।