Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

52খোলা বাজার২৪, সোমবার, ১ আগস্ট ২০১৬: মাসে দেশ জুড়ে জঙ্গিদের ম“দাতা ও আন্তর্জাতিক চক্র বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে বলে দেশবাসীকে সতর্ক করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহামুদ।

সোমবার শিল্পকলায় ঢাকা মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কতৃক আয়োজিত ‘অঙ্গীকার রুখতে হবে সন্ত্রাস ও জঙ্গিবাদ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান বলেন, ‘আগস্ট মাস এলেই জঙ্গি-সন্ত্রাসীরা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। অতীতে জঙ্গি-সন্ত্রাসীরা ও তাদের দোসরারা সারাদেশে বোমা হামলাসহ একুশে আগস্টের মত ঘটনা ঘটিয়েছে। তাই বলতে পারি, জঙ্গি ও জঙ্গিদের ম“দাতা এবং আন্তর্জাতিক চক্র আগস্ট মাসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্ট করবে। দেশবাসীকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’
তিনি বলেন, ‘একাত্তরের খুনি, পঁচাত্তরের খুনি আর আজকে যারা জঙ্গি হামলা চালিয়ে মানুষ হত্যা করছে তারা একই চেতনার মানুষ। তাদের উদ্দেশ্য এক। সে সময় ইসলামের কথা বলে মানুষকে হত্যা করা হয়েছিল। কিছু আলেম মহিলাদের ‘ভোগ করা যাবে’ বলে ফতোয়া দিয়েছিল। আর বর্তমানে জঙ্গিরা একই দোহাই দিয়ে মানুষকে হত্যা করছে।’
সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে যারা বক্তব্যের মাধ্যমে জঙ্গিবাদকে উসকে দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা মাঠে ময়দানে বক্তব্যের মাধ্যমে জঙ্গিবাদকে উসকে দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় জঙ্গি সমস্যার মূলোৎপাটন করা সম্ভব হবে না।’
যারা সম্মুখে গিয়ে জঙ্গিবাদের ঘটনা ঘটাচ্ছে, তাদেরকে যারা প্ররোচিত করছে, অর্থায়ন করছে, তারা আরও বড় অপরাধী। তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জঙ্গিবাদের সাথে যে রাজনৈতিক শক্তি যুক্ত আছে, যারা রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরকে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় জঙ্গি সমস্যার সমাধান হবে না।’
সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায়, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি চিত্রনায়ক ফারুক, সাধারণ সম্পাদক ফাল্গুলী হামিদ প্রমুখ।