Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

58খোলা বাজার২৪, সোমবার, ১ আগস্ট ২০১৬:
বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ২০ সেপ্টেম্বর শুরু হচ্ছে। ঘরোয়া লংগার ভার্সন আসরটির ভেন্যুও ঠিক হয়েছে, ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়াম এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) হবে ম্যাচগুলো।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ হচ্ছে বলেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে এই আসরের কোনো ম্যাচ রাখা হয়নি।
সভা শেষে বিসিবি পরিচালক হানিফ ভূঁইয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আপাতত বিসিএলের কোনো ম্যাচ না রাখার সিদ্ধান্ত হয়েছে। কারণ ইংল্যান্ড সিরিজের জন্য এই দুটি মাঠ রিজার্ভ রাখা হয়েছে। তাই ফতুল্লা ও বিকেএসপিতে হবে এই আসরের ম্যাচগুলো।’
এবারও বিসিএল ডাবল লিগ পদ্ধতিতে হবে। ফ্র্যাঞ্চাইজদের অনুরোধে দলের নামে পরিবর্তন আসছে। এবার ফ্রাঞ্চাইজদের নামে দলের নামকরণ হবে। তা হলো- ওয়ালটন ক্রিকেট দল, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ইসলামী ব্যাংক ক্রিকেট ক্লাব ও বিসিবি ক্রিকেট দল।