Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

59খোলা বাজার২৪, সোমবার, ১ আগস্ট ২০১৬: স্বাধীনতা চায়নি তারাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ধানমন্ডির রাসেল স্কয়ারে সোমবার বিকেলে আগস্ট মাস উপলক্ষ্যে কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচিতে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেশে ফিরে আসার পর আমাকে এ বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। এ বাড়িতে আমার বাবা-মা মারা গেছেন। আমি মিলাদ পড়ব, জিয়াউর রহমান সেখানে যেতে দেয়নি। রাস্তার ওপর বসেই শত বাধা অতিক্রম করে মিলাদ পড়তে হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা দুই বোন সবহারা হয়ে যাব, কখনও কল্পনাও করতে পারিনি। পরবর্তীতে বাংলাদেশের মানুষের ভালোবাসায় দেশে ফিরি। কিন্তু ততোক্ষণে তাদের কাউকে দেখিনি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কান্নাজড়িত কন্ঠে বাবা-মা ভাইসহ স্বজন হারানোর সেই দিনের কথা স্মরণ করে বলেন, ‘বাংলার মানুষের জন্যই আমার বাবা সপরিবার জীবন দিয়েছেন। আমিও যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে জীবন দিতেও প্রস্তুত।’
‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছে’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তিনি জাতির পিতার খুনিদের চাকরি দিয়েছেন। আর এভাবেই হত্যার ষড়যন্ত্র ও খুনিদের ম“ দিয়েছে তারা। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ছিল, তাদের নতুন করে দল গঠন করে রাজনীতির সুযোগ দিয়েছিল এরশাদ।’
জঙ্গিবিরোধী অভিযানে সারাদেশে যারাই ধরা পড়ছে তাদের অনেকেই বিএনপি-জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যারা যুদ্ধাপরাধী, পরাজিত শক্তির দোসর তাদের বিচার শুরু হয়েছে। তাদের রায়ও কার্যকর করে যাচ্ছি। এর মাধ্যমে বাংলাদেশ অভিশাপমুক্ত হচ্ছে।’
হাইকোর্টের রায়ে জিয়া, এরশাদের ক্ষমতা দখল অবৈধ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই সময় পরাজিত শ্রেণির দোসররা বারবার আঘাত হেনেছে। এখনও তাদের উত্তরাধিকারীরাই বারবার আঘাত করছে।’