খোলা বাজার২৪, সোমবার, ১ আগস্ট ২০১৬:একটি করে বৃক্ষ রোপন করুন, দূষনমুক্ত স্বদেশ গড়–ন’ -এই স্লোগানকে সামনে রেখে গ্রিন ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসেবে দেশজুড়ে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ১ আগস্ট ব্যাংকের পাগলা শাখার উদ্যোগে পাগলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্র নাথ সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা এবং উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, চাকদা স্টিল এন্ড রিরোলিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্জ মোঃ শাহজাহান এবং আল-বাকারা স্টিল এন্ড রিরোলিং মিলসের স্বত্ত্বাধিকারী আলহাজ্জ মোঃ শাখাওয়াত হোসেন লিটন। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনির আহমদ, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, পাগলা শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ উল্লাহ্ এবং এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ জহুরুল হক এবং পাগলা উচ্চ বিদ্যালয় কমিটির সদস্য মোঃ রেজাউল করিম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান স্কুলের শিক্ষাথী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গাছের চারা বিতরণ করেন এবং স্কুল প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন। উল্লেখ্য, দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৫৫ হাজারেরও বেশি বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকের শাখা সমুহের মাধ্যমে বিভিন্ন স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষ রোপনের পাশাাপাশি গ্রাহকবৃন্দের মাঝে এসব গাছের চারা রোপন ও বিতরন করা হবে।