খোলা বাজার২৪, মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬: মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামে করব থেকে বৃদ্ধা নিছারন খাতুনের লাশ চুরি হয়েছে। গত রাতে গ্রাম্য কবরস্থান থেকে তার লাশ চুরি হয়। সোমবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর গ্রামের দোয়াত আলীর স্ত্রী নিছারন খাতুন (৬০) সোমবার দুপুরে নিজ বাড়িতে মৃত্যু বরণ করলে সন্ধ্যায় জানযা শেষে গ্রাম্য গোরস্থানে দাফন করা হয়। অন্যান্য কবরের মতই প্রয়োজনীয় মাটি ভরাট করা হয়। কবরের চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘেরা হয়েছিল। রাতের কোন এক সময় কবরের মাটি সরিয়ে লাশ চুরি করে অজ্ঞাত চোর। আজ মঙ্গলবার সকালে কবরের পাশে কাফনের কাপড় পড়ে থাকতে দেখে তার পরিবার ও গ্রামবাসী বিষয়টি নিশ্চিত হয়। কবর দেওয়ার কাজে ব্যবহৃত বাঁশ, খুঁটি ও উপকরণ পড়ে রয়েছে। এসব ফেলে শুধুমাত্র লাশ নিয়ে গেছে দুস্কৃতিকারীরা। তবে কি কারণে কে বা কারা লাশ চুরি করেছে তা বুঝতে পারছে না পরিবার ও গ্রামবাসী।
রামনগর গ্রামের সাবেক ইউপি সদস্য হাবিল উদ্দীন জানান, বিষয়টি নিয়ে গ্রামের সবাই হতবাক। এর আগে এলাকায় এমন কোন ঘটনা ঘটেনি। লাশ নিয়ে পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যেও কোন বিরোধ ছিল না। তাই চুরির বিষয়ে গ্রামের মানুষ কোন কিছুই ধারণা করতে পারছেন না।
চুরি হওয়া লাশের সন্ধান ও চোর ধরতে পুলিশ কাজ করছে বলে জানান গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।