Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬: সরকারের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ছাড়া জঙ্গি দমনের যুদ্ধে সবাইকে এক সঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জঙ্গিবিরোধী প্রচারপত্র বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে হাসানুল হক ইনু জঙ্গিদের উদ্দেশে বলেন, ‘জঙ্গিরা রাষ্ট্র, প্রশাসন ও জনগণের ঘেরাওয়ের মধ্যে পড়েছে। আর পালাবার পথ নেই। তাই আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ না করলে জঙ্গিবিরোধী অভিযান চলবে।’
তিনি বলেন, ‘জঙ্গি, সন্ত্রাসী উৎখাত না হওয়া পর্যন্ত অভিযান চলবে রাষ্ট্র, জনগণ, মানবতা, ধর্ম রক্ষার জন্যই। এ ক্ষেত্রে জনগণকে বড় ভূমিকা রাখতে হবে।’
তথ্য সচিব মর্তুজা আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।