Sun. Aug 17th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬: কয়েকদিন আগেও মর্যাদার ইউরো চ্যাম্পিয়নশিপে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন আন্দ্রে গোমেজ। ফ্রান্সে অনুষ্ঠিত ওই আসরে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরো শিরোপা ঘরে তোলে পর্তুগাল। কিন্তু এবার ক্লাবের লড়াইয়ে পুর্তগাল অধিনায়ক রোনালদোকে হারিয়ে দেওয়ার জন্য মাঠে নামতে দেখা যাবে গোমেজকে।
নতুন মৌসুম শুরুর আগে গোমেজ যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনায়। মেসি-নেইমার-সুয়ারেজদের দলে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। ইউরোতে দারুণ পারফর্ম করা এই তারকা এবার জাতীয় দলের অধিনায়ক রোনালদোর মুখোমুখি হতে বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
স্প্যানিশ দুই জায়ান্ট ক্লাব রিয়াল ও বার্সার ঐতিহাসিক লড়াইয়ের নাম এল ক্লাসিকো। ওই ম্যাচে গোমেজ খেলার সুযোগ পেলে মুখোমুখি হবেন রোনালদোর। স্বদেশী ‘হিরো’র বিপক্ষে খেলতে মুখিয়ে রয়েছেন ২৩ বছর বয়সী গোমেজ। অবশ্য এর আগে রোনালদোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে ভ্যালেন্সিয়ার হয়ে খেলা গোমেজের। তবে এল ক্লাসিকোতে রিয়াল সুপারস্টারের মুখোমুখি হওয়াটা অন্য ধরনের। কারণ এই ম্যাচের প্রতিটি মুহূর্তই যে রোমাঞ্চ ছাড়ায় ফুটবল প্রেমীদের মনে।
বার্সাতে যোগ দেওয়ার পর জাতীয় দলের সতীর্থ গোমেজকে অভিনন্দন জানিয়েছেন রোনালদো। এ প্রসঙ্গে গোমেজের বক্তব্য, ‘বার্সেলোনার সঙ্গে আমি চুক্তি সই করার পর শুভেচ্ছা জানাতে আমাকে ডেকেছিল ক্রিশ্চিয়ানো। তবে মাঠে আমরা প্রতিপক্ষ। জাতীয় দলে আমি রোনালদোর সঙ্গে খেলেছি। এবার আমি মেসির সঙ্গে খেলার সুবিধা নিতে চাই। আমি রোনালদোর বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি’।

অন্যরকম