খোলা বাজার২৪, মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬: হোসেন, দিনাজপুর :সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানীতে রূপান্তরিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার ২রা আগস্ট সকাল সাড়ে ১১টায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জাতীয় শ্রমিক লীগ বড়পুকুরিয়া শাখার সভাপতি জিল্লুর রহমান এর নেতৃত্বে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিঞার নির্দেশক্রমে রাজশাহী ও রংপুর বিতরণ জোনকে কোম্পানীতে রূপান্তর করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সিবিএ শাখা -১৯০২। বিক্ষোভ সমাবেশের শুরুতেই বক্তব্য রাখনে জাতীয় শ্রমিক লীগের বড়পুকুরিয়া শাখার সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, হাফেজুর রহমান, অশ্বনী কুমার, কৃষ্ণপদ মন্ডল, মহিদুল ইসলাম, রবিউল ইসলাম, প্রকাশ কুমার আশ্চার্য ও শাহিনুর ইসলাম। বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানীতে রূপান্তরিত করার যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করা হবে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।