খোলা বাজার২৪, মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬: অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামে বনভূমির এককালে যে জৌলুস ছিল তা আর নেই। অথচ পার্বত্য অঞ্চলের বন উজারের জন্য দায়ী অধিবাসী আমরা নিজেরাই। বন উজাড় হয়ে যাচ্ছে আমাদের কারণেই। আগে পার্বত্য অঞ্চলে বিভিন্ন প্রজাতির গাছ ছিল- কিন্তু বর্তমানে অনেক প্রজাতির গাছ হারিয়ে গেছে। এভাবে চলতে থাকলে আগামী ২০-২৫ বছর পরে রাঙ্গামাটির পাহাড়গুলো ন্যাড়া হয়ে মরুভূমিতে পরিণত হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি বলেন, এজন্য সামাজিক বনায়নে জোর দিতে হবে। এর মাধ্যমে পার্বত্য অঞ্চলে বন সংরক্ষণ করতে হবে। তাই বেশি করে গাছ লাগানোর আহবান জানান দীপংকর তালুকদার।
এবার ‘জীবিকার জন্য গাছ জীবনের জন্য গাছ’ শ্লোগান নিয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটি শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৬। মঙ্গলবার সকালে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বৃক্ষমেলার উদ্বোধন ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার।
পাহাড়ে একটি গোষ্ঠী উন্নয়ন কর্মকান্ডে বাধা সৃষ্টি করছে এমন অভিযোগ করে দীপংকর তালুকদার আরও বলেন, সরকার পার্বত্য অঞ্চলে সামাজিক বনায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিলেও ওই গোষ্ঠীটি তার বিরোধিতা করছে। তাদের বিরোধিতার কারণে পার্বত্য এলাকার উন্নয়ন পিছিয়ে রয়েছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, পার্বত্য চট্টগ্রাম বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতর যৌথভাবে আয়োজিত মেলা উদ্বোধনীর আগে রাঙ্গামাটি পৌরসভা চত্ত্বর হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণ গিয়ে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে এবং পায়রা ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৬ এর উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধনের পর রাঙ্গামাটি সার্কিট হাউজে চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন অভিযান শুরু করা হয়।
জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে প্রধান অতিথি সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের রাঙ্গামাটি সার্কেলের বন সংরক্ষক মো. শামসুল আজম, সিভিল সার্জন ডা. ¯েœহ কান্তি চাকমা, রাঙ্গামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রমণি কান্তি চাকমা প্রমুখ।