খোলা বাজার২৪, মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬: কুমার, নাটোর:পাবনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের গাড়ীর বৈধ কাগজ পত্র হাইওয়ে পুলিশ দেখতে চাওয়ার প্রতিবাদে নাটোরের সাথে পাবনার বাস চলাচল বন্ধ করে দিয়েছে পাবনা মালিক সমিতি। মঙ্গলবার দুপুরে পাবনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এই বাস চলাচল বন্ধের ঘোষনা দেন। ঘোষনা দেওয়ার পর থেকে নাটোরের সাথে পাবনার বাস চলাচল বন্ধ হয়ে যায়।
নাটোর বাস মিনি বাস মালিক সমিতির সভাপতি লক্ষন পোদ্দার জানান, গতকাল সোমবার দুপুরে পাবনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পাবনা থেকে রাজশাহীগামী এবি পরিবহন নামের একটি বাস নাটোর রেল গেটে পৌছালে হাইওয়ে পুলিশ গাড়ীটির গতিরোধ করে। এসময় পুলিশ গাড়ীর চালকের কাছে বৈধ কাগজ পত্র দেখতে চাইলে তারা কোন কাগজ প্রদর্শন করতে পারেনি। এনিয়ে পুলিশের সাথে গাড়ীর চালকের বাক বিতন্ডা হয়। পরে ঘটনাটি নাটোর জেলা বাস মিনি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমানের হস্তক্ষেপে বিষয়টি সুরাহা হয়। এ ঘটনায় পাবনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ক্ষিপ্ত হয়ে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ এনে নাটোরের সাথে পাবনার বাস চলাচল বন্ধ ঘোষনা করেন।
এ ব্যাপারে পাবনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, পাবনায় নাটোরের কোন গাড়ির সমস্য হলে তার সমাধান পাবনা মালিক সমিতি করে থাকে। নাটোরে পাবনার কোন গাড়ির সমস্যা হলে তার সমাধান নাটোর মালিক সমিতির করার কথা। কিন্তু সোমবারে নাটোর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আব্দুল হামিদ আটক করলেও নাটোর মালিক সমিতির নেতৃবৃন্দ সে ব্যাপারে কোন ব্যবস্থা না নেওয়ায় তারা গাড়ি বন্ধ করে দিয়েছেন এবং নাটোরের কোন গাড়ি তারা পাবনায় আসতে দিবেন না।
এ ব্যাপারে নাটোর হাইওয়ে পুলিশেল সার্জেন্ট আব্দুল হামিদ জানান, তারা নিয়মিত অভিযানে পাবনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের এবি পরিবহনের গাড়িতে কোন কাগজপত্র না থাকায় আটক করেছিলেন। কিš ‘ নাটোর জেলা বাস মিনি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমানের অনুরোধে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। গাড়িটির বিরুদ্ধে কোন মামলা বা জরিমানাও করা হয়নি। কেন তারা গাড়ি বন্ধ করে দিয়েছেন তা তিনি বলতে পারবেন না।