Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬: রহমান রাসেল,রংপুর: মুক্তিযোদ্ধের স্বপক্ষের সরকার জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তখন স্বাধীনতা বিরোধী একটি কুচক্রি মহল দেশকে অস্থিশিল করে তোলার জন্য উঠেপড়ে লেগেছে। ধর্মের নামে এ দেশের শান্তি প্রিয় মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে তারা মানুষ হত্যা করছে। জঙ্গিরা ধর্ম, দেশ, জাতি সকলের শক্র। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন এদেশে জঙ্গিবাদের ঠাঁই নেই, এদের ঠাঁই দেওয়া যাবেনা। যারা জঙ্গিদের আশ্রয় দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে শনাক্ত করতে হবে, আনতে হবে আইনের আওতায়। ধর্মের নামে যারা মানুষ হত্যা করে তারা মানুষ না, তারা হিংস্র পশু তাই আসুন সবাই মিলে মানুষরুপি পশুদের জরাই করি। প্রধানমন্ত্রী শেখ হাছিনার নেতৃত্বে জঙ্গিবাদ ধ্বংশ করে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগিতা করি। গতকাল রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরো বলেন বর্তমান আওমীলীগের নেতৃত্বের সরকারে আমি একটি দল থেকে প্রতিমন্ত্রী হয়েছি। আমাকে প্রধানমন্ত্রী শেখ হাছিনা প্রতিমন্ত্রী করেছে। গঙ্গাচড়ার উন্নয়নের জন্য আমি যখনে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি ওনি না করেননি। প্রধানমন্ত্রী গঙ্গাচড়ার উন্নয়নের যা দিচ্ছে তা যেন সঠিকভাবে হয়। আমি কোন বদনাম করতে চাইনা। তিস্তা শাসনের জন্য ১২৬ কোটি টাকা দিয়েছে প্রধানমন্ত্রী, এটা দিয়ে কাজ শুরু করা হবে, লাগলে আরো বরাদ্দ দিবে প্রধানমন্ত্রী, তিনি মানুষের কোন কষ্ট দেখতে চাননা। পরে প্রতিমন্ত্রী রাঙ্গা উপজেলা সমাজ সেবা দপ্তরের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস স্ট্রোক প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদাণের চেক ১১ জন রোগীর প্রত্যেকে ৫০ হাজার ও ৬৫ জন মুক্তিযোদ্ধাকে ১লাখ ৫৫ হাজার ৫শ টাকার অনুদানের চেক, ২৯টা প্রাথমিক দুগ্ধ উৎপাদন কারী সমবায় সমিতির নিবন্ধন সনদ, কৃষকদলে ১৮টি ¯েপ্রয়ার ও ৪টি ফুট পাম্প ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৭৩ পরিবারকে গৃহ নির্মাণে ১০৩ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার করে ৩ লাখ ৯ হাজার টাকার চেক এবং পানিবন্দি আলমবিদিতর ইউনিয়নের ১৫০ পরিবারের মাঝে ৩ টন ও গঙ্গাচড়া ইউনিয়নে ২৫০ পরিবারের মাঝে ৫ টন চাল বিতরণ করেন। এর আগে প্রতিমন্ত্রী গজঘন্টা ইউনিয়নে তালুকহাবু দারুল উলুম মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, ইউএনও আমিনুল ইসলাম, জাতীয় পার্টির উপজেলা শাখার সভাপতি সামসুল আলম, সমাজ সেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়, সমবায় অফিসার মাসুদ রানা ইউপি চেয়ারম্যান আল সুমন আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল হাদী, আজিজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।