খোলা বাজার২৪, মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬: রহমান রাসেল,রংপুর:রংপুরের গঙ্গাচড়ায় বিষ ঢেলে পুকুরের মাছ নিধন করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে রবিবার উপজেলার গজঘন্টা ইউনিয়নের জয়দেব গ্রামে।
জানা যায়, উপজেলার গজঘন্টা ইউনিয়নের জয়দেব গ্রামের মৃত রফিজ উদ্দিনের পুত্র মজিবর রহমান ও তার জামাতা সাজু মিয়ার সহিত একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র নুর মোহাম্মদ, হাবিবুর রহমান ও তাদের পরিবার এবং আবু বক্করের পুত্র জাহাঙ্গীরের সহিত দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত মামলা চলে আসছে। ঘটনার দিন গত রবিবার মজিবর ও সাজু মিয়া মামলা সংক্রান্ত ব্যাপারে পরিবারসহ আদালতে যায়। এ সুযোগে প্রতিপক্ষরা মজিবর রহমানের বাড়ির পুকুরে বিষ ঢেলে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করে। বাড়িতে থাকা মজিবরের নাতনী ছোট শিশু শাকিলা জানায় দুপুরের দিকে সে বাড়ি থেকে বেড় হয়ে পুকুরের মাছ মরে ভেসে উঠা দেখে সে লোকজনকে জানায়। ইউপি সদস্যা রোখছানা বলেন, আমি বিষয়টি শুনে এসে দেখি তারা বাড়ি না থাকার সুযোগে কেবা কারা বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। মজিবর ও সাজু বলেন আমারা মামলার কারনে আদালতে থাকায় আমাদের প্রতিপক্ষ নুর মোহাম্মদ, হাবিবুর রহমান, জাহাঙ্গীর ও তাদের লোকজন বিষ দিয়ে পুকুরে বিভিন্ন জাতের প্রায় ১৫ মণ মাছ মেরে ফেলে। মজিবর রহমান এ ঘটনায় মামলার করা প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।