Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43খোলা বাজার২৪, মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬: হাসান মাহমুদ আলী বলেছেন, জঙ্গিবাদ সমস্যা আজ শুধু আমাদের দেশে নয়, এটি আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।

মঙ্গলবার দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৭১ সালের পরাজিত শক্তি দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে এই অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল জাকির হোসেন, জেলা পুলিশ সুপার মো. রুহুল আমীন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুল লতিফ, জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী ও শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শপথ বাক্য পাঠ করান। এ সময় গোর-এ-শহীদ ময়দানে লাখো জনতা হাত তুলে শপথ করেন।
সভা শেষে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে।