খোলা বাজার২৪, বুধবার,০৩ আগস্ট ২০১৬: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা (ক্যাপ্টেন) শহিদ উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার চেঙ্গাকান্দির আমিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার সকালে তাকে ঢাকায় পাঠানো হয়।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, শহিদ উল্লাহ স্বাধীনতা যুদ্ধে খুন এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরণের মানবতাবিরোধী কাজে যুক্ত ছিলেন।