খোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিসে এবার দালালের দৌরাত্ব দুর করে সেবার মান বৃদ্ধির পর সিসি ক্যামেরায় আওতায় আনা হয়েছে। সোমবার সকালে অফিসের গুরুত্বপুর্ন স্থানে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উসমান গনি বলেন, তিনি যোগদান করার পর থেকেই উপজেলা রাজস্ব প্রশাসনকে দূনীতি মুক্ত করা, ভূমি সম্পর্কিত সেবা সহজি করণ, ভূমি সেবাই ডিজিটাইজেশন পদ্ধতি উদ্ভাবনসহ সার্বিক মান উন্নয়নে নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এরই অংশ হিসাবে ঝিনাইদহ এসিল্যান্ড অফিসে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হলো।
তিনি আরোও জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সার্বিক সহযোগিতা ও পরামর্শক্রমে এই মহতী উদ্যেগ বাস্তবায়ন সম্ভব হয়েছে।