জামায়াতকে ২০ দলীয় জোট থেকে বাদ দেয়া হবে বলে প্রফেসর এমাজউদ্দিন যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত মত বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিবইসলাম আলমগীর। বুধবার দুপুরে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বিএনপি নেত্রী বাস্তবতার প্রেক্ষিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। খালেদা জিয়ার এই ঐক্যের ডাক এগিয়ে নিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে যাচ্ছি।