Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে বোমা তৈরীকালে বিষ্ফোরণে সাহারুল ইসলাম নামের এক চোরাকারবারী আহত হয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে নিজ বসত ঘরে এ ঘটনা ঘটে। কুষ্টিয়ায় নেওয়ার পথে বামন্দী বাস স্ট্যান্ডে তাকে আটক করে পুলিশ।
আহত সাহারুল ইসলাম সীমান্তবর্তী কাজিপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ও চিহ্নিত চোরাচালানী বলে জানায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে সাহারুল ইসলাম ও সঙ্গীয় কয়েকজন বোমা তৈরী করছিল। এক পর্যায়ে বিকট শব্দে একটি বোমার বিষ্ফোরণ ঘটে। এতে সাহারুলের দুই হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে বোমাঘাতে রক্তাত্ব জখম হয়। পরিবারের পক্ষ থেকে তাকে নিয়ে বামন্দীর একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসা না হওয়ায় কুষ্টিয়ায় নেওয়ার জন্য গোপনে বামন্দী আখ সেন্টানের কাছে নেয় পরিবারের লোকজন। এক পর্যায়ে দুপুর দুইটার দিকে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ হেফাজতে তাকে চিকিৎসা দেওয়া হবে।