Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার,০৩ আগস্ট ২০১৬: 20160803 - AIBL Training Press মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের আরও সচেতন ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফিন্যান্সিং অব টেররিজম’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা ৩০ জুলাই, শনিবার আয়োজিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার ও এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দিনব্যাপী কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় ও নির্ধারিত শাখা সমূহের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় ‘বিএফআইইউ সার্কুলার ১০’ এর উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীদের মানি লন্ডারিং প্রতিরোধে অত্যন্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন। তিনি বলেন, একটি শরীয়াহ্ ভিত্তিক আধুনিক ব্যাংক হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের যথেষ্ট সুনাম রয়েছে এবং দেশ ও জাতির স্বার্থে এ ব্যাংক সর্বদাই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আরও তীক্ষè নজরদারির নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ ধরনের অনৈতিক কর্মকা-কে প্রতিহত করতে হবে।