খোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: কুমার, নাটোর:নাটোরের সিংড়ায় চলনবিলে ঝড়ের কবলে পড়ে ভুট্টু মিয়া নামের এক জেলের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো অন্ততঃ দুই জেলে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ভুট্টু মিয়া উপজেলার তেলিগ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। আহতরা হলেন একই এলাকার জেকের আলী ও শাহাদাৎ হোসেন। মঙ্গলবার রাতে সিংড়ার চলন বিলে এ ঘটনা ঘটে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন, নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মত মঙ্গলবার রাতে জেকের আলী,শাহাদাৎ হোসেন ও ভুট্টু মিয়া সহ একদল জেলে চলনবিলে মাছ মারতে যায়। চলনবিলের মাঝখানে পৌছালে হঠাৎ করেই প্রচন্ড ঝড় শুরু হলে জেলেদের নৌকাটি উল্টে যায়। এসময় নৌকায় থাকা কয়েকজন জেলে সাঁতরে তীরে উঠলেও জেকের আলী ও শাহাদৎ হোসেন প্রথমে তীরে উঠতে পারেনি। পরে তারাও আহত অবস্থায় তীরে এসে পৌছায়। সকলে তীরে পৌছানোর পর ভুট্টু মিয়াকে দেখতে না পেয়ে তারা বিলের পানিতে খোঁজ করতে থাকে। অনেক সময় তার কোন খোঁজ না পেয়ে তারা ঘটনাটি পরিবারের সদস্যদের জানান। পরে আজ বুধবার সকালে বিলের পানিতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা তা উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা মৃতদেহটি ভুট্টু মিয়ার বলে সনাক্ত করে।