Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22খোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: আলম,কুড়িগ্রাম :কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্ত্রীর অবর্তমানে ভাড়া বাসায় প্রেমিকাসহ সময় কাটানোর সময় ফুলবাড়ী থানার পুলিশ কনেস্টবল(ডিএসবি) আবুল কালাম(৪৫)জনতার হাতে আটক হয়েছে। এলাকাবাসীর তোপের মূখে ওই প্রেমিকাকে কাবিন মূলে বিয়ে করে আপাত রক্ষা পেয়েছে ওই কনেস্টবল। খোদ পুলিশ সদস্যের এহেন অপকর্মের আলোচনা-সমালোচনায় ঘটনাটি বর্তমানে ফুলবাড়ীর টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।
জানা গেছে, ফ্যামিলিসহ থাকার কথা বলে থানা সংলগ্ন জনৈক কামাল হোসেনের বাসা ১ সপ্তাহ আগে ভাড়া নেন দাসিয়ার ছড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ওই কনেস্টবল। ভাড়া বাসায় স্ত্রী সন্তানকে আনার আগেই গত মঙ্গলবার দুপুরে অনৈতিক উদ্দেশ্যে দাসিয়ার ছড়া এলাকার মৃত করিমুল্লা ব্যাপারীর কন্যা প্রেমিকা রহিমা বেগম(৩৫)কে নিয়ে এসে বাসায় রাখেন। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে আসল তথ্য বেরিয়ে আসে। পরে বিয়ে করে শেষ রক্ষা পায় ওই কনেস্টবল।
এ ব্যাপারে ফুলবাড়ী থানান ওসি এবিএম রেজাউল ইসলাম বলেন,ঘটনা শুনেছি। বিষয়টি উপর মহলে জানানো হয়েছে।