খোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: :ঝিনাইদহের কালীগঞ্জে মটরসাইকেল দুর্ঘটনায় ফজলে রশিদ রাব্বি (১৬) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে রকি নামের আরো একজন। নিহত রাব্বি কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ফয়লা গ্রামের বজলুর রশিদ নান্নুর ছেলে ও শহীদ নুর আলী কলেজের বিএম শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র। বুধবার দুপুর দেড়টার দিকে কালীগঞ্জ-কোলা সড়কের মিশনপাড়ায় এ দুর্ঘঠনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, রাব্বি ও তার বন্ধু রকি দুজন মটরসাইকেলে যাচ্ছিল। পথিমধ্যে কোলা-কালীগঞ্জ সড়কের মিশন পাড়া এলাকায় মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করে। আহত রকিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।