Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: রহমান রাসেল, রংপুর:রংপুরের পীরগাছায় দেউতিতে এলাকা ছেড়ে চলে না গেলে এক কৃষকের বসতবাড়ি ও গরুর খামার ভেঙ্গে তাড়িয়ে দেওয়ার ভয়ভীতি ও হুমকি দিচ্ছে এলাকার প্রভাবশালী একদল সন্ত্রাসী। ফলে দীর্ঘ ১৭ বছর ধরে বসবাস কারী ওই জমির মালিকৃষক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, উপজেলার পারুল ইউনিয়নের দেউতি মৌজায় মৃত লুৎফর গংয়ের নিকট থেকে ৮ শতাংশ জমি ক্রয় করে বসতবাড়ি ও দোকান ঘর নির্মান করে ব্যবসা ও বসবাস করে আসছিল মৃত ছাইদুল হক ব্যাপারির ছেলে আব্দুল মান্নান । পরবর্তিতে তিনি মৃত নুরুল আমিনের ছেলে রফিকুল ইসলাম, মেয়ে খাদিজা বেগম ও স্ত্রী রাবেয়া বেগম এর নিকট থেকে সাড়ে ৭ শতাংশ ও লুৎফরের ছেলে ইউসুফের নিকট থেকে ৩ শতাংশ সহ সাড়ে ১০ শতাংশ জমি গত ২৬/৬/২০১৬ তারিখে ক্রয় করে গরুর খামার তৈরি করেন । যার মৌজা দেউতি জে এল – ১৯ দলিল নাম্বার ৪৩৭৩ এস এ খতিয়ান নাম্বার ২১৩ বি এস খতিয়ান নাম্বার ২২৫০ডিপি ৫৩২ এস এ খতিয়ান নাম্বার ৯৮০ হোল্ডিং নাম্বার-২১৪৯ এস এ দাগ নং- ১৯৯৯ বি এস দাগ নং- ২৩৪৮ জমি সাড়ে ১০ শতাংশ । সম্প্রতি একই এলাকার মৃত ইব্রাহিম এর ছেলে সন্ত্রাসী মামুন গং ওই জমির ভিতর থেকে ক্রয় মূলে ৮ শতাংশ জমির মালিকানা দাবি করে। তিনি স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এবং থানা পুলিশের সহযোগিতা নিয়ে ভূয়া মালিকানা দাবি করা ৮ শতাংশ জমি জোরপূর্বক দখল করবে বলে বিভিন্ন রকমের ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে বাধা দিলে ওই কৃষক পরিবারকে জীবন নাশের হুমকিসহ এলাকা ছাড়া করারও হুমকি দেন। এঘটনায় ওই জমির প্রকৃত মালিক আব্দুল মান্নান স্থানীয় সাংবাদিকদের নিকট অভিযোগ করেন তার উপরে যে কোন সময় হামলা হওয়ার আশংকা প্রকাশ করে প্রশাসনের সহযোগতা কামণা করেন। অভিযোগের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সরেজমিনে ওই এলাকায় গেলে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, দীর্ঘদিন থেকে আব্দুল মান্নান এই জমি ক্রয় করে ব্যবসা ও বসবাস করে আসছেন। সন্ত্রাসী মামুন স্থানীয় কতিপয় প্রভাবশালীর সহযোগিতায় এই জমি দখল সহ বড়িঘর ভেঙ্গে দেওয়ার পায়তারা করছে ।