খোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: রহমান রাসেল, রংপুর: বুধবার রংপুর সিটি কর্পোরেশনে চলাচলরত অটো রিকসার পরিচিতি নং ডিজিটাল কার্ড নকল করার দায়ে তিনটি অটো রিকসা জব্দ করা হয়েছে ।
গত ১৩ই জুলাই রংপুর সিটি কর্পোরেশনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এস.এম. গোলাম কিবরিয়া নেতৃত্বে অটো রিকসার লাইসেন্স এর কাগজপত্র পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
এ কার্যক্রম প্রসঙ্গে রংপুর সিটি কর্পোরেশনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এস.এম. গোলাম কিবরিয়া জানান, রংপুর শহরকে যানজট মুক্ত রাখতে জনস্বার্থে নবায়নবিহীন অটো রিকসা কাগজপত্র যাচাই বাচাই এর কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া রংপুর সিটি কর্পোরেশনের এক বিজ্ঞতিতে বলা হয়েছে প্রতিটি অটো রিকসার ডান পাশে যাত্রী উঠানামা না করার আহবান জানানো হয়েছে এজন্য আজ বৃহষ্পতিবারের মধ্যে ডান পাশ্বটি রড বা পাইপ দ্বারা বন্ধ করে দিতে বলা হয়েছে। অন্যথায় অভিযান পরিচালনা করে জরিমানা করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।