খোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: খালেদা জিয়া যতই বিভ্রান্তির চেষ্টা করুক না কেন যুদ্ধাপরাধীদের মতো জঙ্গিদেরও বাঁচাতে পারবে না বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার (৩ আগস্ট) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ গণমানুষের মধ্যে জঙ্গিবাদবিরোধী মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গি পরিচয় নিয়ে বিভ্রান্তির কিছু নেই। ওরা বঙ্গবন্ধুর খুনিদের মতই আত্মস্বীকৃত খুনি।’
জাতীয় নারী জোটের আহ্বায়ক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আফরোজা হক রীনার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে তথ্যমন্ত্রী ভেড়ামারায় হালিমা বেগম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের নব-নিমিত ভবনের উদ্বোধন করেন।