Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: টেনেটুনে পাঁচ হবে। সামনে দাঁড়ানো নিরাপত্তাবাহিনীর দিকে প্লাস্টিকের গুলতিটি তাক করা। কাশ্মীরের শ্রীনগরের রাস্তায় চিত্রসাংবাদিক আদিত্য রাজ কলের তোলা এক কাশ্মীরি শিশুর এই ছবি ঘিরেই তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম।

ভারত অধিকৃত কাশ্মিরের জনপ্রিয় স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির (২২) মৃত্যুর পর থেকে কাশ্মীরিদের প্রতিবাদ-বিক্ষোভ চলছে ২৪ দিন ধরে। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অনেক স্বাধীনতাকামী। আহত শতাধিক।
কারফিউর মধ্যেই নিরাপত্তারক্ষীদের দিকে প্লাস্টিকের গুলতিটি তাক করা এই ছবি গত পরশু টুইটারে দেন আদিত্য। সাথে টুইট করেন, ‘নিরাপত্তারক্ষীদের সাথে খেলায় মেতে আছে এই পুঁচককে।’
আর তারপরই শুরু হয় বিতর্ক।
আদিত্যের খেলাকে নিছক খেলা হিসাবে দেখতে রাজি নন সাবেক আইপিএস অফিসার সঞ্জীব ভট্ট। ২০০২ সালের গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদির ভূমিকা ছিল বলে অভিযোগ এনেছিলেন সঞ্জীব। সেই কারণে বরখাস্ত হতে হয়েছিল তাকে।
তিনি টুইট করেন, ‘যখন একটি শিশু পুলিশের দিকে গুলতি তাক করে, তখন বুঝতে হবে যে কাশ্মীরে আমাদের কোথাও ভুল হচ্ছে’!
সাংবাদিক আদিত্য ছবিটির গুরুত্ব বুঝতে পারছেন না বলেও টুইটারে মন্তব্য করেছেন কেউ কেউ।
উল্লেখ্য, ওই শিশুটির আরেকটি ছবি প্রকাশ্যে এসেছিল কয়েক দিন আগে। সেখানে নিরাপত্তারক্ষীর পাশে হাসিমুখে বসে থাকতে দেখা গিয়েছিল তাকে। তাই নিজের বক্তব্য থেকে সরছেন না সাংবাদিক আদিত্য।