খোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: :বাল্য বিবাহ নিরোধে শেরপুর জেলার নিকাহ্ রেজিস্ট্রার ও কাজীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা রেজিস্ট্রার মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. এ. এম. পারভেজ রহিম।
এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার সালাহ্উদ্দিন সিকদার, কাজী খাবিরুল ইসলাম, কাজী মো. জুবায়ের ইবনে সালেহ, কাজী জাহাঙ্গীর, মো. হাবিবুল্লাহ, কমল চক্রবর্ত্তী, বিপ্লব কুমার রায় প্রমুখ। বক্তারা শেরপুর জেলায় বাল্য বিবাহ নিরোধে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জেলা নিকাহ্ রেজিস্ট্রার ও কাজী সমিতি, শেরপুরের সহযোগিতায় জেলা রেজিস্ট্রার এ সভার আয়োজন করে। জেলায় ৫৭ জন মুসলমান বিবাহ নিবন্ধক ও ৫ জন হিন্দু বিবাহ নিবন্ধক রয়েছে।