Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

59খোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে গতকাল বুধবার বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল করেছে সিরাজদিখান উপজেলা বিএনপি। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে নানামুখী ষড়যন্ত্র¿ চলছে। কিন্তু জাতীয়তাবাদী শক্তি কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না। উপজেলা সদরে বিএনপি পার্টি অফিসের সন্মুখে এ বিক্ষোভে মিছিলে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মীরা অংশ নেন। পুলিশের বাধার মুখে মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ, কেন্দ্রীয় যুবদল সদস্য সোহেল আহম্মেদ,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন,বিএনপি নেতা মজিবর রহমান,যুবদল নেতা মোঃ মাহবুব হোসেন রন্টু,যুবদল নেতা মোঃ আফাজদ্দিন, যুবদল নেতা মোঃ আমজাদ হোসেন,উপজেলা শ্রমিক দল ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম,উপজেলা ছাত্রদল যুগ্ম আহব্বায়ক ওমর ফারুক রিগ্যান, উপজেলা ছাত্রদল যুগ্ম আহব্বায়ক কাজী কামরুজ্জামান লিপু প্রমুখ। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ বলেন, যতই ষড়যন্ত্র হোক, তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক। কোন শক্তিই তাকে দমিয়ে রাখতে পারবে না। তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি।