Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬: নাশকতার তিনটি মামলায় ফখরুলসহ অন্যান্য নেতাদের চার্জ শুনানির জন্য আগামী ৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ আগস্ট) এই মামলাগুলোর চার্জ শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মির্জা ফখরুলের পক্ষে চার্জ শুনানি না করে সময়ের আবেদন দাখিল করা হয়।
ঢাকার অতিরিক্ত চিফ মোট্টেপলিটন মেজিস্ট্রেট মো. আলমগীর কবির রাজ সময়ের আবেদনটি মঞ্জুর করে চার্জ শুনানির জন্য আগামী ৯ নভেম্বর দিন ধার্য করেন। আজ আসামিপক্ষে আদালতে উপস্থিত ছিলেন ঢাকা বারের সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লা মিয়া।
মামলা তিনটির মধ্যে পল্টন থানায় দুটি এবং যাত্রাবাড়ী থানায় একটি দায়ের করা হয়েছিল।
বিগত বছর সরকার বিরোধী আন্দোলনের সময় নাশকতার অভিযোগে এই মামলাগুলো দায়ের করা হয়।