খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬: ইসলামিক স্টেটকে (আইএস) আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাঁর নাম নিকোলাস ইয়াং।
আজ বুধবার সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এই প্রথম আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হলো।
বিবিসি জানিয়েছে, ২০১০ সাল থেকে দীর্ঘ তদন্তের পর ফেডারেল তদন্ত ব্যুরো (এফবি আই) নিকোলাসকে গ্রেপ্তার করেছে।
এফবি আই জানিয়েছে, নিকোলাস ইয়াং ২০১১ সালে লিবিয়া গিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মতে, ওয়াশিংটন মেট্রোপলিটন এরিয়া ট্রানজিট অথরিটির অধীনে চাকরি করতেন নিকোলাস। তবে ওয়াশিংটন ডিসি মেট্রো ব্যবস্থায় কোনো হুমকি নেই। নিকোলাসকে আদালতে তোলা হবে।
আইএসের প্রতি সমব্যথী কোনো ব্যক্তি বা নিঃসঙ্গ নেকড়ের মতো তৎপরতা চালাচ্ছে এমন ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে একযোগে অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী।
ফক্স নিউজ জানিয়েছে, নিকোলাস ইয়াং সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং একবার তাঁকে জিহাদি পোশাক পরা অবস্থায় দেখা যাবে।