Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬: প্রিমিয়ার লীগে (সিপিএল) চতুর্থ আসরের ফাইনালে উঠলো গায়ানা অ্যামাজন ওয়ারিওর্স। প্রথম প্লে অফে সাকিব আল হাসানদের জ্যামাইকা তালাওয়াসকে ৪ উইকেটে হারিয়ে তারা এই যোগ্যতা অর্জন করেছে। তবে এখনো ফাইনালে ওঠার আশা শেষ হয়নি সাকিবদের।

পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল সেন্ট লুসিয়া জুকস ও ত্রিনবাগো নাইট রাইডার্স দ্বিতীয় প্লে অফে মুখোমুখি হবে। ওই ম্যাচের জয়ী দল শনিবার এলিমিনেটরে খেলবে জ্যামাইকার বিপক্ষে। এলিমিনিটরে জয়ী দল সোমবার ফাইনালে খেলবে গায়ানার বিপক্ষে। এখানে ফাইনালে গায়ানা ও জ্যামাইকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেঁচে আছে।
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল হিসেবে প্রথম প্লে অফে মাঠে নেমেছিল গায়ানা ও জ্যামাইকা। সেন্ট কিটসে টস হেরে আগে ব্যাটে গিয়ে ৮ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে সাকিবের দল জ্যামাইকা। জবাবে ২ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় গায়ানা অ্যামাজন। সাকিব এদিনও ব্যাট হাতে ব্যর্থ। আগের চার ম্যাচে ১০, ০, ০ ও ৯* রানের পর এ ম্যাচে ৪ বলে মাত্র ২ রানে আউট হন। এতে জ্যামাইকার হয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে তার রান ২১! তবে বল হাতে এদিন বেশ কৃপণতা দেখান তিনি। ৪ ওভারে কোনো উইকেট না পেলেও দেন মাত্র ২০ রান। জ্যামাইকার বোলারদের মধ্যে এদিন তার বোলিং সবচেয়ে কম খরুচে। এদিন কঠিন লড়াই করে হেরেছে জ্যামাইকা। জয়ের জন্য গায়ানার শেষ চার ওভারে দরকার ছিল ৪৪ রান। ১৭ তম ওভারে দুই ছক্কায় ব্যবধান কমায় তারা। শেষ তিন ওভারে জয়ের জন্য দরকার হয় ৩০ রানের। কিন্তু গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বল করতে গিয়ে খেই হারিয়ে ফেলেন জ্যামাইকার বোলার রোভম্যান পাওয়েল। এক ওভার শেষ করতে তাকে ৯টি বল করতে হয়। দু’টি ওয়াইড, একটি নো বলের সঙ্গে এক ছক্কা ও এক চার হজম করে এই ওভারে দিয়ে ফেলেন ১৭ রান। এই ওভারেই ম্যাচের লাগাম চলে যায় গায়ানার হাতে। শেষ ১২ বলে ১৩ রানের টার্গেট নিয়ে তারা ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। গায়ানার হয়ে ৪৭ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন ক্রিস লিন। আর ২ ছক্কায় ১৩ বলে ২১ রানে অপরাজিত থাকেন পাকিস্তানী পেসার সোহেল তানভির। এর আগে জ্যামাইকার হয়ে ৩৬ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক ক্রিস গেইল। এছাড়া কুমার সাঙ্গাকারা ২০ ও রোভম্যান পাওয়েল করেন ২৩ রান।