খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬: জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারে অবৈধভাবে গড়ে উঠা এ্যাড্রেস নামক একটি মাদক নিরাময় কেন্দ্রে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৩ জন কে আসামী করে মামলা দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের একটি দল। নিয়ম বর্হিভূত কার্যক্রম পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানের পরিচালক মাহবুব হোসেনকে প্রধান আসামী করে ভূঞাপুর থানায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারি পরিচালক মোঃ আলী হায়দার রাসেল। অন্যান্য আসামীরা হলেন মাহবুবের সহযোগি দিলীপ ও বাসার মালিক ইকরাম উদ্দীন তারা মৃদা। এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল আওয়াল ও ভূঞাপুর থানা অফিসার ইনচার্চ এ কে এম কাইসার চৌধুরী।