Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬: মেহেরপুর সদর উপজেলার নুরপুর মোড়ে ছিনতাইকারীদের হামলায় মুস্তাক আহম্মেদ (৫০) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছে। আজ ভোরে কোমরপুর পুলিশ ক্যাম্প থেকে সপরিবারে ইজিবাইযোগে চাঁদবিলে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
আহত মুস্তাক আহম্মেদ মুজিবনগর উপজেলার কোমরপুর পুলিশ ক্যাম্পের কর্মরত। কনস্টেবল নং ২১৬।
আটককৃতরা হচ্ছে- সদর উপজেলার নুরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে হবি (৩২) ও পিরোজপুর গ্রামের গোপালের ছেলে রফিক (৩০)।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, ছুটিতে বাগেরহাট জেলায় গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আজ ভোরে কোমরপুর থেকে ইজিবাইকযোগে চাঁদবিলে যাচ্ছিলেন মুস্তাক আহম্মেদ। সেখান থেকে খুলনাগামী বাসে চড়ার কথা ছিল। নুরপুর মোড়ে পৌঁছুলে কয়েকজন সশস্ত্র ছিনতাইকারী গতিরোধ করে নগদ টাকা, মোবাইলসহ জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় মুস্তাককে বেধড়ক মারপিট করে ছিনতাইকারীরা। ছিনতাইকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা আহত মুস্তাককে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় সন্দিগ্ধ দুজনকে আটক করেছে পুলিশ।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সদর উপজেলার পিরোজপুর গ্রামের হবি ও রফিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদের আটকেও অভিযান অব্যহত রয়েছে।