খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ঢাকা থেকে দর্শনাগামী রয়েল পরিবহনের একটি এসি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের হামলায় বাসের চালক, হেলপার ও যাত্রীসহ ৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সাংবাদিকদের জানান, রাতে ঢাকা থেকে দর্শনাগামী রয়েল পরিবহনের একটি এসি বাস ঢাকা থেকে ছেড়ে আসে। যাত্রীবেশে রয়েল পরিবহনেই কয়েকজন ডাকাত পুর্ব থেকেই ছিল।
রাত ২টার দিকে বাসটি ঝিনাইদহ শহরের চুটলিয়া মোড়ে পৌঁছালে ডাকাতদল বাসের চালক ও হেলপারকে মারধর করে বাসটি নিয়ন্ত্রণে নেয়। পরে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুরে পৌঁছে বাস থেকে নেমে যায় ডাকাতদল। তবে কত টাকার মালামাল লুট করা হয়েছে তার পরিমাণ এখনো জানা যায়নি। রাতেই আহতদের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ডাকাতদের গ্রেফতার ও লুটকৃত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার আজবাহার আলী শেখ।