খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬: জন্য স্কাউটিং’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ আগস্ট সকাল ১২টায় জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের স্মৃতিসৌধ চত্বরে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
লংলা রেলওয়ে মুক্ত স্কাউটের মানববন্ধনে উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কাব, স্কাউট, গার্ল ইন স্কাউট, রোভার, গার্ল ইন রোভার স্কাউট, স্কাউট লিডার প্রতিনিধিরা অংশ নেন। এছাড়াও এলাকার জনপ্রতিনিধি, সমাজ সেবক, শিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
স্কাউট লিডার মিজান রহমান ও আলমগীর সিদ্দিকির যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন লংলা রেলওয়ে মুক্ত স্কাউটস দলের উপদেষ্টা ও পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান হাসনাইন, লংলা রেলওয়ে মুক্ত স্কাউটস গ্রুপের গ্রুপ সভাপতি মাসুদ রানা আব্বাছ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক ও আরএসএল সমরেশ দাস রায়, রবিরবাজার দারুছুন্নাহ ইসলামীয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাও. মকলিছুর রহমান, আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মো: আব্দুল মালিক, সমাজ সেবক আব্দুল মালিক ।
মানববন্ধনে বক্তারা দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দেশকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে স্কাউটস ও অভিভাবকদের প্রতি আহবান জানান বক্তারা