Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬: জুড়ে চলমান সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রমের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কলেজের সামনে প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে রাঙ্গামাটি পাবলিক কলেজ।
এ সময় কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। এছাড়া কলেজের ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য ও সাবেক জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, কলেজের শিক্ষক আদনান পাশা সুজা, শিক্ষার্থী ইছহাক আলি বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক বলেন, দেশে চলমান জঙ্গি কর্মকান্ড আমাদেরকে ভাবিয়ে তুলেছে। জঙ্গি কর্মকান্ড যারা ঘটাচ্ছে তারা সবাই শিক্ষিত ছাত্র। কিন্তু এদের এমন কর্মকান্ডের কারণ কী তা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যারা জঙ্গি কর্মকান্ডে যুক্ত তারা দেশ ও জাতির শত্রু। এ ধরনরে কোনো কর্মকান্ড যাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠিত হতে না পারে সেদিকে নজর রাখতে আহবান জানান জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।